Back

জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল দিবস পালিত

জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৮ অক্টোবর বুধবার যথাযোগ্য মর্যাদায় ‘শেখ রাসেল দিবস-২০২৩’ পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’। এ উপলক্ষ্যে ক্যাম্পাসে একটি র‍্যালি বের করা হয়। উক্ত র‍্যালিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. তালুকদার মো. লোকমান হাকিম। র‍্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়

র‍্যালিতে উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. এমরান পারভেজ খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ জয়নুল আবেদিন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. মাহমুদ আলম, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. মিজানুজ্জামান, ডেপুটি রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন, মনোয়ারা সিকদার হল এবং মকফর উদ্দীন সিকদার হলের প্রভোস্টবৃন্দ, অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানসহ সন্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।  

মাননীয় ভাইস-চ্যান্সেলর ক্যাম্পাসে একটি বৃক্ষরোপণ করে

মাননীয় ভাইস-চ্যান্সেলর সকলকে শেখ রাসেল দিবসের শুভেচ্ছা জানিয়ে তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “যে কোন জন্মদিন আনন্দের হলেও শেখ রাসেলের ক্ষেত্রে তা বেশ বেদনা বহন করে। শেখ রাসেলের ছবির মধ্যে অনেক অভিব্যক্তি ফুটে ওঠে। ৭৫ এ স্বাধীনতা বিরোধীরা নির্মমভাবে ছোট্ট রাসেলকে যে উদ্দেশ্যে হত্যা করেছিল, তাদের লক্ষ্য সফল হয়নি। প্রতিক্রিয়াশীল শক্তি কখনো সফল হয়নি, হবেও না। তার আত্মার মাগফিরাত কামনা করছি।”

শেখ রাসেল দিবস উপলক্ষে মাননীয় ভাইস-চ্যান্সেলর ক্যাম্পাসে একটি বৃক্ষরোপণ করেন।  

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.