জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত
জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
জাতীয় শোক দিবসের সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. তালুকদার লোকমান হাকিম এর নেতৃত্বে একটি শোক র্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র্যালি শেষে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. তালুকদার লোকমান হাকিম ও মাননীয় ট্রেজারার প্রফেসর আবদুল খালেক ক্যাম্পাসের বঙ্গবন্ধু চত্ত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
এসময় এক সংক্ষিপ্ত বক্তৃতায় মাননীয় ভাইস চ্যান্সেলর ১৫ই আগস্টের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যাকাণ্ড এই জনপদের প্রায় সাড়ে চার হাজার বছরের ইতিহাসে সবচাইতে নৃশংস ঘটনা। তিনি এ হত্যাকাণ্ডের পেছনে জড়িত ব্যক্তিদের মুখোশ উন্মোচন করার দাবি জানান।
এরপর জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয় | দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান জনাব মো. আব্দুল করিম।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক আবদুল খালেক, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. এমরান পারভেজ খান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মুহাম্মাদ জয়নুল আবেদীন, প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমামুনুর রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. মু. মুস্তাফিজুর রহমান, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান সনেট কুমার সাহা, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মো. মাহাফুজুর রহমান,ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, আইন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মো. আব্দুল করিম, মনোয়ারা সিকদার হলের প্রভোস্ট ও আইন বিভাগের প্রভাষক শাকিলা সুলতানা স্মৃতি, মকফর উদ্দীন সিকদার হলের সহকারী প্রভোস্ট ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিনসহ বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।