Back

বিশ্ববিদ্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজ ১২ এপ্রিল ২০২৩ বুধবার, জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী, স্বনামধন্য শিল্পোদ্যক্তা, দানবীর, বীর মুক্তিযোদ্ধা মরহুম জয়নুল হক সিকদার এর আত্মার মাগফিরাত এবং বোর্ড অব ট্রাস্টিজ এর মাননীয় চেয়ারপার্সন মনোয়ারা সিকদার এর সুস্থ্যতা কামনায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্ত্বরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

ইফতার ও দোয়া মাহফিলে মাননীয় উপাচার্য প্রফেসর ড. তালুকদার লোকমান হাকিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম জয়নুল হক সিকদার এর আত্মার মাগফিরাত ও বোর্ড অব ট্রাস্টিজ এর মাননীয় চেয়ারপার্সন মনোয়ারা সিকদারসহ তার পরিবারের সকলের সুস্থ্যতার জন্য দোয়া কামনা করেন। একই সাথে তিনি আরও দোয়া কামনা করেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দের জন্য। 

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক আবদুল খালেক, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. এমরান পারভেজ খান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. মিজানুজ্জামান, ডেপুটি রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইংরেজি বিভাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ব্যবসায় প্রশাসন বিভাগ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, আইন বিভাগ ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানবৃন্দ, মকফর উদ্দীন সিকদার হল ও মনোয়ারা সিকদার হলের প্রভোস্টবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। 

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর রিজিওনাল ম্যানেজার, মনোওয়ারা সিকদার মেডিকেল কলেজ ও হাসপাতাল এর ডিরেক্টরসহ অন্যান্য আমন্ত্রিত ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম জনাব মোঃ হাফিজুর রহমান।