Back

বইয়ের মোড়ক উন্মোচন

জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. এমরান পারভেজ খানের বই ‘সাক্ষ্য আইনের ব্যবচ্ছেদ’ এর মোড়ক উন্মোচন হয়েছে।

প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেরস ড. তালুকদার লোকমান হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মাদ জয়নূল আবেদীন, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুজ্জামান, ডেপুটি রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন, ও আইন বিভাগের সহকারী অধ্যাপক ও প্রক্টর মো. ইমামুনুর রহমান। এতে সভাপতিত্ব করেন আইন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মো. আব্দুল করিম।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু জ্ঞান বিতরণ নয়, নতুন নতুন জ্ঞানের সৃজন করাও এর অন্যতম দায়িত্ব। ‘সাক্ষ্য আইনের ব্যবচ্ছেদ’ বইটি রচনা ও প্রকাশনার মাধ্যমে লেখক সেই দায়িত্ব পালন করেছেন। সহজ ও সাবলীল ভাষায় শিক্ষার্থীদের উপযোগী করে সাক্ষ্য আইনের একটি বই রচনার জন্য তিনি লেখককে ধন্যবাদ জানান। একই সাথে তিনি আশা প্রকাশ করেন যে, জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে একদিন বাংলাদেশে একটি অনন্য অবস্থান তৈরি করবে।

বইটির লেখক মো. এমরান পারভেজ খান তার বক্তব্যে বইটি রচনার সময়ের নানা অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, বইটি রচনা করতে গিয়ে অনেক প্রতিকূলতা অতিক্রম করতে হয়েছে যা একজন গবেষক হিসেবে একনিষ্ঠ ধৈর্যের সাথে তাকে মোকাবেলা করতে হয়েছে। এসময় নানা বিষয়ে তাকে সহায়তা করার জন্য তিনি তার সহকর্মীবৃন্দ ও ছাত্র-ছাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন আইন বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.