Back

জেড. এইচ. সিকদার মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ এর চ্যাম্পিয়ন জেডএইচসাস্ট পাইওনিয়ার

জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৫ জানুয়ারি ২০২৪ বুধবার ‘জেড. এইচ. সিকদার মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩’ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মাইটি লায়নকে হারিয়ে শিরোপা জিতেছে জেডএইচসাস্ট পাইওনিয়ার। ফাইনাল ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. তালুকদার মো. লোকমান হাকিম। এসময় আরো উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং আইন বিভাগের চেয়ারম্যান মো. ইমরান পারভেজ খান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. মাহমুদ আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ জয়নুল আবেদিন, ডেপুটি রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন, প্রক্টর, প্রভোস্ট, অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানসহ সন্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষার্থীরা। 

মাননীয় ভাইস-চ্যান্সেলর চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দিচ্ছেন

টসে জিতে জেডএইচসাস্ট পাইওনিয়ার ব্যাট করতে নেমে প্রতিপক্ষকে নির্ধারিত ১২ ওভারে ৮০ রানের টার্গেট দেয়। জবাবে ব্যাট করতে নেমে ৬৮ রানে অলআউট হয় মাইটি লায়ন। ম্যান অব দ্যা ম্যাচ হন জেডএইচসাস্ট পাইওনিয়ারের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৪ ব্যাচের শিক্ষার্থী নাহিদ। আর ম্যান অব দ্যা সিরিজ নির্বাচত হন মাইটি লায়নের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৪ ব্যাচের রাজন। সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন বিবিএ ২৭ ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ সাকিব।

খেলা শেষে বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেন মাননীয় ভাইস-চ্যান্সেলর। এসময় তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে তোমরা বিভিন্ন এক্সট্রা কারিকুলার কার্যক্রমে অংশ নিচ্ছো, এটি অনেক ভালো বিষয়। সেই সাথে লেখাপড়ার একঘেয়েমি দূর করতে এবং শারীরিকভাবে সুস্থ থাকতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। তোমরা যারা এই টুর্নামেন্টে অংশ নিয়েছো, তারা অনেক ভালো করেছো। আগামীতে আমরা আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে খেলতে চাই। সামনে আরো এগিয়ে যেতে হবে।” 

গত ৩০ মে ২০২৩ শুরু হওয়া জেড. এইচ. সিকদার মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টে ৬টি দল অংশ নেয়।

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে গত ১৫ নভেম্বর ২০২৩ অনুষ্ঠিত ‘জেড. এইচ. সিকদার মেমোরিয়াল উইমেন ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩’ মেয়েদের ফাইনালে বিজয়ী দল ডায়মন্ড ডায়নামাইট এবং রানার্সআপ দল ওয়ারিওরস অফ ক্রিকেট এর খেলোয়াড়দের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।   

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.