জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘মহান বিজয় দিবস-২০২৪’ পালিত
জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘মহান বিজয় দিবস-২০২৪’ পালিত হয়েছে। এই উদযাপন উপলক্ষ্যে ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার সকাল ১০.৩০ টায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, ও কর্মচারীদের অংশগ্রহণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. তালুকদার লোকমান হাকিম।
উদ্বোধন শেষে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান ফটক থেকে শুরু হয়ে কেন্দ্রীয় মাঠ প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. মিজানুজ্জামান, ডেপুটি রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. মতিয়ার রহমান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক শ্রাবণী মজুমদার, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. হোসাইন মো. জাকির, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মনিরুজ্জামান, ছাত্র কল্যাণ উপদেষ্টা সনেট কুমার সাহা, মকফর উদ্দিন সিকদার এবং মনোয়ারা সিকদার হলের প্রভোস্টবৃন্দসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীরা।