Back

জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘মহান স্বাধীনতা দিবস-২০২৪’ উদযাপিত

পবিত্র মাহে রমজানের ধর্মীয় ভাব-গাম্ভীর্য বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৬ মার্চ মঙ্গলবার ‘মহান স্বাধীনতা দিবস-২০২৪’ উদযাপিত হয়েছে। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতি ১৯৭১ সালের এই দিনে কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করে। আজ ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণিল আলোকসজ্জ্বা করা হয়। ২৬ মার্চ সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সূচনা হয়। স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর এর নেতৃত্বে ক্যাম্পাসে একটি র‍্যালী বের হয়। র‍্যালী শেষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্ত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. তালুকদার মো. লোকমান হাকিম।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. তালুকদার মো. লোকমান হাকিম

এ সময় সমবেতদের উদ্দ্যেশ্যে এক সংক্ষিপ্ত বক্ততায় ভাইস-চ্যান্সেলর বলেন, “সেই ১৯৪৭ থেকে ১৯৭১ সালের ২৬ মার্চ, বাঙালি জাতির দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার ফলশ্রুতিতে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর আমরা স্বাধীনতা লাভ করেছি। এই স্বাধীনতার সুফল আজ আমরা ভোগ করছি। বিভিন্ন সময় স্বাধীনতা বিরোধীরা নানা অপচেষ্টা চালিয়েছে। কিন্তু আমরা থেকে থাকিনি। সময়ের সাথে অনেক দূর এগিয়ে গেছে বাংলাদেশ। আজকের এই দিনে আমরা জাতির পিতাসহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা”।

সবশেষ জাতীয় দিবস উপলক্ষ্যে ক্যাম্পাসে একটি বৃক্ষ রোপণ করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মকফরউদ্দীন সিকদার হল ও মনোয়ারা সিকদার হলের আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ ইফতারের আয়োজন করা হয়।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. মিজানুজ্জামান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মাহমুদ আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ জয়নুল আবেদিন, ডেপুটি রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইংরেজি বিভাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ব্যবসায় প্রশাসন বিভাগ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, আইন বিভাগ ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানবৃন্দ, মকফর উদ্দীন সিকদার হল ও মনোয়ারা সিকদার হলের প্রোভস্টবৃন্দসহ বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.