জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘মহান বিজয় দিবস-২০২৩’ পালিত
জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘মহান বিজয় দিবস-২০২৩’ পালিত হয়েছে। এই উদযাপন উপলক্ষ্যে ক্যাম্পাসে আলোকসজ্জা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর ২০২৩ শনিবার সকাল ১০ টায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, ও কর্মচারীদের অংশগ্রহণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. তালুকদার মো. লোকমান হাকিম।
উদ্বোধন শেষে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান ফটক থেকে শুরু হয়ে কেন্দ্রীয় মাঠ প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।
এসময় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. তালুকদার মো. লোকমান হাকিম সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমরা আমাদের দেশকে পাকিস্তানি হানাদারদের থেকে মুক্ত করেছি। সেদিনের পর থেকে এদেশ থেকে পাকিস্তানিরা চলে গেলেও রয়ে গেছে তাদের দোষররা। তাই আজও তারা বিভিন্ন অপশক্তি ব্যবহার করে আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করে চলেছে। আমাদের স্বাধীনতার ইতিহাস অনেক দীর্ঘ। তবে নানা সময় এই ইতিহাস বিকৃতির চেষ্টা হয়েছে। আমাদের এই অর্জনের পেছনে অনেক ত্যাগ রয়েছে। পৃথিবীর কোন জাতি এতো স্বল্প সময়ে স্বাধীনতা পায়নি কিন্তু আমরা পেয়েছি; এজন্য অনেক বেশি রক্ত দিতে হয়েছে যা অন্য কেউ দেয়নি।
তিনি আরো বলেন, আজ দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকায় দেশের অভাবনীয় উন্নয়ন হচ্ছে। দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সকলকে সজাগ থাকতে হবে। মহান মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অবদানকে স্বরণ করছি। সেই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারসহ সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। বিজয়ের এইদিনে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণসহ সকল জীবিত বীর মুক্তিযোদ্ধার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক আবদুল খালেক, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. মিজানুজ্জামান, ডেপুটি রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. এমরান পারভেজ খান, প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমামুনুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. মতিয়ার রহমান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক শ্রাবণী মজুমদার, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. হোসাইন মো. জাকির, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সনেট কুমার সাহা, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মুহা. মুস্তাফিজুর রহমান, আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. আব্দুল করিম, মকফর উদ্দিন সিকদার এবং মনোয়ারা সিকদার হলের প্রভোস্টসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীরা।