জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন বাস উদ্বোধন
জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬ অক্টোবর সোমবার শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পরিবহন পুলে আরও একটি নতুন বাস সংযোজন করা হয়েছে। শিক্ষার্থীদের চাহিদা বিবেচনায় বাসের সংখ্যা বৃদ্ধি করা হয়। বাসটি ক্যাম্পাস থেকে ভেদরগঞ্জ, শরীয়তপুর হয়ে মাদারীপুর পর্যন্ত নিয়মিত চলাচল করবে।
নতুন বাসটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. তালুকদার মো: লোকমান হাকিম। এসময় উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার প্রফেসর আবদুল খালেক, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. এমরান পারভেজ খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ জয়নুল আবেদিন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. মাহমুদ আলম, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন, মনোয়ারা সিকদার হল এবং মকফর উদ্দীন সিকদার হলের প্রভোস্টবৃন্দ, অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানসহ সন্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
মাননীয় ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন, “নানা প্রতিকূলতা পেরিয়ে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আমরা নতুন আরেকটি বাস চালু করেছি, সামনে দিনে বাসের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের কাজে আমাদের বোর্ড অব ট্রাস্টিজের সহযোগিতা সবসময় পেয়েছি। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
উদ্বোধনের পর মাননীয় ভাইস-চ্যান্সেলর শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের নিয়ে বাসটিতে সংক্ষিপ্ত ভ্রমণ করেন। নতুন বাস উদ্বোধন উপলক্ষ্যে শিক্ষার্থীরা মাননীয় ভাইস-চ্যান্সেলরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। বাস কেনার প্রক্রিয়ায় যুক্ত মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো. এমরান পারভেজ খানসহ সংশ্লিষ্ট সকলকে মাননীয় ভাইস-চ্যান্সেলর ধন্যবাদ জানান।