Back

জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালিত

থাযোগ্য মর্যাদায় জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২১ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে ১২.০১ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর পক্ষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। এসময় পুষ্পাঞ্জলির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ ও হাসপাতাল।

সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা অর্ধনমিত করা হয় এবং শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনে শহীদ মিনারে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ব্যবসায় প্রশাসন বিভাগ, ইংরেজি বিভাগ, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, আইন বিভাগ, মকফর উদ্দিন সিকদার হল, মনোয়ারা সিকদার হল, এবং সর্বসাধারণ পুষ্পাঞ্জলি অর্পণ করে।

পুষ্পাঞ্জলি অর্পণ শেষে ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর আব্দুল খালেক ভাষা আন্দোলনের তৎপর্য নিয়ে তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে যত আন্দোলন হয়েছে, তার মূলে রয়েছে ৫২ ভাষা আন্দোলনের প্রেরণা। বিদেশী ভাষার সাথে সাথে বাংলাকেও প্রাধান্য দিতে হবে। সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি’।

এ সময় উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) জনাব মো. মিজানুজ্জামান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মো. শাহিদুর রহমান খান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মাহমুদ আলম, মকফর উদ্দিন সিকদার হলের প্রভোস্ট ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. আমিমুল এহসান এবং মনোয়ারা সিকদার হলের প্রভোস্ট ও আইন বিভাগের প্রভাষক শাকিলা সুলতানা স্মৃতিসহ সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষকসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন বিভাগের প্রভাষক মো. সাইফ জামান এবং ইংরেজি বিভাগের প্রভাষক ইসরাত জাহান।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.