Back

জেডএইচসাস্ট রোবোটিক্স ক্লাব কতৃক ‘ROBO CAMP- 2024’ ওয়ার্কশপ অনুষ্ঠিত

জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের রোবোটিক্স ক্লাব কতৃক আয়োজিত ‘ROBO CAMP- 2024’ শীর্ষক ২ দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। উক্ত ওয়ার্কশপের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রোবোটেক ভ্যালির এমডি এবং প্রধান নির্বাহী এএসএম আহসানুল সরকার আকিব। তার সহকারী হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম।

রোবোটেক ভ্যালির এমডি এবং প্রধান নির্বাহী এএসএম আহসানুল সরকার আকিব বক্তব্য রাখছেন

প্রধান বক্তা তার আলোচনায় রোবোটিক্সের ব্যবহার, প্রোগ্রামিং, বাংলাদেশে এর ভবিষ্যৎ এবং কিভাবে ক্যারিয়ার গড়া যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মাহফুজুর রহমান, অন্যান্য শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ওয়ার্কশপে উপস্থিত ছিলেন।

১ম দিনের ওয়ার্কশপ শেষে শিক্ষার্থীদের হাতে কলমে রোবোটিক্স শেখানো হয়। এরপর শিক্ষার্থীদের দ্বারা গঠিত ১০টি দল Robo Race এ অংশগ্রহণ করে। দলগুলো হলো Team Black hawk, Creativity ZHSUST, Blue Dragon, Skill Builder, Team Mortars, Prometheus, Team KJ05, Agile Avengers, Checkmate, Tech Titans. ১০ টি দলের মধ্যে রেসে ১ম স্থান অধিকার করে Prometheus, ২য় Blue Dragon এবং Tech Titans ৩য় স্থান অধিকার করে।

ওয়ার্কশপের শেষ দিনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মাহফুজুর রহমান ও অন্যান্য শিক্ষকবৃন্দ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট তুলে দেন।

এসময় প্রধান আলোচক জনাব এএসএম আহসানুল সরকার আকিবকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তার সহযোগিতার জন্য তাকে ধন্যবাদ জানানো হয়।     

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.